প্রিয় প্রতিষ্ঠান ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় আজ আজারো জ্ঞান পিপাসু মানুষের তীর্থস্থান। এই বিদ্যালয়টি সহ সরকারি মুুজিবুর রহমান মহিলা কলেজ,হাসনা জাহান ভান্ডারী উচ্চ বিদ্যালয়, বগুড়া কটন স্পিনিং মিল সহ বহু প্রতিষ্ঠানে তাঁদের অবদান আজও মানুষের মুখে মুখে। তাঁরা আমাদের পরিবারকে সম্মানিত করে গেছেন। যার কারণে বগুড়ার মানুষ আজও ভান্ডারী পরিবারকে স্বরণ করে। চাচা মরহুম মুজিবুর রহমান ভান্ডারী,মরহুম হাবিবুর রহমান ভান্ডারী, মরহুম মোজাফফর রহমান বুলু ভান্ডারী ও পিতা মরহুম মতিয়ার রহমান ভান্ডারীর ঐকান্তিক প্রচেষ্ঠায় এই প্রতিষ্ঠানগুলি তাঁদের মাহাত্নের প্রামাণ্যের দলিল হিসেবে ঠাঁই দাঁড়িয়ে আছে। ক্ষুদ্র একজন ব্যবসায়ী থেকে এতগুলি প্রতিষ্ঠান গড়া সসতা,মেধা এবং যোগ্যতারই নামান্তর। আমরাও এ ঘটনাগুলির কালের সাক্ষী। আমরা ভান্ডারী পরিবারের এই অবদান গুলির অংশীদার হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করি।পাশাপাশি তাঁদের সেই অবদানগুলির সাথে আমরাও যেন স্ব-মহিমায় সমুজ্জল হতে পারি তার প্রচেষ্টা নিরন্তর। আমি ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
প্রতিষ্ঠানের ইতিহাস :…..